চেন্নাইতে ICF ফ্যাক্টরি থেকে যে পাঁচটি মেধা রেক এসেছিল তার মধ্যে দু’টি আগেই চেন্নাইতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। শনিবার পার্কস্ট্রিট স্টেশনে দুর্ঘটনার পর বাকি তিনটি রেকও বসিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের দুর্ঘটনা এড়াতে মেট্রোতে টকব্যাক ও প্ল্যাটফর্মে আয়না লাগানো হবে জানিয়েছেন মেট্রোরেলের প্রধান জনসংযোগ আধিকারিক।
পার্কস্ট্রিট স্টেশনে সজল কাঞ্জিলালের দুর্ঘটনায় মৃত্যুর পর গতকাল কমিশন অফ রেলওয়ে সেফটি (CRS) ও ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF)-র একটি দল দুর্ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখে। তারা দুর্ঘটনাগ্রস্ত রেকটিও পর্যবেক্ষণ করে। এই ধরণের দুর্ঘটনার ক্ষেত্রে ৭২ ঘণ্টার মধ্যে বিশেষ দল পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, কমিশনার শৈলেশ গর্গের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে বৃহস্পতিবার থেকে শুরু হবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত।
মেট্রো রেলের প্রধান জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, যে মেধা রেকগুলি চলছিল তাতে মোট চারটি করে টকব্যাক রয়েছে। তবে আমরা ইতিমধ্যে রেকগুলিতে বাড়তি টকব্যাক বসানোর কাজ শেষ করছি। দুর্ঘটনার দিন টকব্যাকগুলি কাজ করেছিল কি না সে বিষয়ে অবশ্য তিনি কিছু বলেননি।
Be the first to comment