ফের মরণোত্তর অঙ্গদানের নজির গড়লো কলকাতা

Spread the love

কলকাতায় ফের প্রতিস্থাপন হচ্ছে হার্ট, লিভার ও কিডনির। ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর অঙ্গ প্রতিস্থাপিত হতে চলেছে অন্য রোগীদের শরীরে। হার্ট প্রতিস্থাপিত হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে। লিভার এবং একটি কিডনি প্রতিস্থাপিত হচ্ছে SSKM হাসপাতালে এক রোগীর দেহে। অন্য কিডনিটি প্রতিস্থাপিত হচ্ছে ই এম বাইপাসের বেসরকারি হাসপাতালে এক রোগীর।

উল্লেখ্য, বুধবার পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা চিন্ময় ঘোষ। তাঁর চিকিৎসা চলছিল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। দুর্ঘটনায় তাঁর মস্তিষ্কে আঘাত লাগে। শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে নিয়ে যাওয়া হয় মিন্টোপার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে। গতকাল সন্ধ্যেয় তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হয়। তারপর চিন্ময়বাবুর পরিবার অঙ্গদানে সম্মতি জানান। পরিবারের সম্মতি পাওয়ার পর শুরু হয়ে যায় অঙ্গ গ্রহীতাদের খোঁজ। শেষ পর্যন্ত আজ সকালে গ্রিন করিডরে অঙ্গগুলি পৌঁছে দেওয়া হয় হাসপাতালে। চিন্ময়ের হার্ট প্রতিস্থাপিত হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে। গ্রহীতা ডানকুনির বাসিন্দা সুরজিৎ পাত্র। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল ১০টা নাগাদ হার্ট পৌঁছেছে মেডিকেল কলেজে। চলছে প্রতিস্থাপন প্রক্রিয়া।

এছাড়া SSKM-এ লিভার, একটি কিডনি এবং উলটোডাঙার বেসরকারি হাসপাতালে চিন্ময়ের অন্য আরেকটি কিডনি প্রতিস্থাপিত হয়েছে রোগীদের দেহে। চিন্ময়ের ত্বক দান করা হয়েছে SSKM-এ হাসপাতালে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*