বিহারে ভয়াবহ বন্যা, মৃত কমপক্ষে ৫৫

Spread the love

অসম-সহ উত্তর পূর্বের বন্যায় বিধ্বস্ত বিহারও ৷ ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত বিহারে ৫৫ জনের মৃত্যু হয়েছে ৷ ১২টির বেশি জেলা কার্যত জলের তলায় চলে গিয়েছে ৷ ২০ লক্ষের বেশি মানুষ বন্যার কবলে ক্ষতিগ্রস্থ ৷ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উত্তর বিহারে ৷ বহু পরিবারের ঘর-বাড়ি ভেসে গিয়েছে ৷ নিরাপদ বাসস্থানের জন্য সাধারন মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ৷ এদিকে শুধুমাত্র বৃষ্টিতেই মৃত্যু হয়েছে ২৫ জনের ৷ সবচেয়ে খারাপ অবস্থা আরারিয়া, সুপাউল, দ্বারভাঙা, শেওহার, সীতামারি, পূর্ব চম্পারন, মধুবনি ও মুজফ্ফরপুরের ৷ সীতামারিতে মৃত্যু হয়েছে ১০ জনের ৷ কিষাণগঞ্জে ৪ জন মারা গিয়েছে ৷ নদীগুলির জলস্তর প্রতি মুহূর্তে বাড়ছে ৷

রাজ্য জল সম্পদ দফতরের মুখপাত্র অরবিন্দ কুমার সিং জানিয়েছেন, বাগমাটি, কমলা ও মহানন্দা নদীর জলস্তর বাড়ছে৷ বিপদ উপর দিয়েই বইছে ৷ ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*