হাফিজ সইদকে গ্রেফতার করলো পাকিস্তান

Spread the love

মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে গ্রেপ্তার করলো পাকিস্তান। তাকে বিচারবিভাগীয় হেপাজতে পাঠানো হয়েছে, এমনটাই দাবি করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম। যদিও সরকারিভাবে পাকিস্তানের তরফে এখনও কিছু জানানো হয়নি। উল্লেখ্য, জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে পাকিস্তানে ২৩টি সন্ত্রাসবাদী মামলা রয়েছে। মুম্বই হামলায় তার যোগ নিয়ে ভারত নথি দেওয়া সত্ত্বেও সইদ পাকিস্তানে অবাধে ঘুরে বেড়াত বলেই খবর।

চলতি মাসের শুরুতে হাফিজ সইদ সহ ১২ জনের বিরুদ্ধে সন্ত্রাসে মদতের জন্য অর্থ জোগান দেওয়া সহ ২৩টি মামলা রুজু করে পাকিস্তান। সেদেশের সন্ত্রাস মোকাবিলা বিভাগ জানিয়েছিল, জামাত-উদ-দাওয়া প্রধান সইদ ও তার ১২ জন ঘনিষ্ঠ ব্যক্তি পাঁচটি ট্রাস্টের মাধ্যমে সন্ত্রাসে মদত দেওয়ার জন্য অর্থ সংগ্রহ করত। আল-আনফাল, দাওয়াত উল ইরশাদ এবং মুয়াজ বিল জবল ট্রাস্টের নামে সম্পত্তি কেনা হত। সন্ত্রাসে অর্থ জোগাতে তারা এই সব ট্রাস্ট তৈরি করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*