কুলভূষণ মামলায় বহু প্রতীক্ষিত জয় পেলো ভারত ৷ আন্তর্জাতিক আদালতে ১৫-১ ভোটে জয় ভারতের ৷ বুধবার কুলভূষণ মামলায় রায় ঘোষণা করল আন্তর্জাতিক ন্যায় আদালত ৷ রায়ে আদালত ভারতের দাবিকে মান্যতা দিয়েছে। আদালত জানিয়েছে, ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ একইসঙ্গে পাকিস্তানকে মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত বিবেচনার নির্দেশ আন্তর্জাতিক ন্যায় আদালতের ৷ ভারতের আইনজীবীকে দেখা করতে দিতে হবে বলেও মত কোর্টের ৷
এদিন কোড অফ প্রোটোকল মেনেই রায় দেয় আন্তর্জাতিক আদালত ৷ ভিয়েনা কনভেনশনের প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রায় দেয় নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালত ৷ কুলভূষণ নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ করে আদালত এদিন জানিয়েছে, কুলভূষণের বিচারে অনর্থক দেরি করা হয়েছে ৷ আর এতেই লঙ্ঘিত হয়েছে ভিয়েনা চুক্তি ৷ রায় পুনর্বিবেচনায় আইনি পদক্ষেপ করতে হবে পাকিস্তানকে ৷ পদক্ষেপ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক আইন মেনে সুবিধা পাবেন কুলভূষণ ৷ আদালতের নির্দেশ না মেনে পুর্নবিবেচনা না করে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে না পাকিস্তান ৷
প্রসঙ্গত, ভারতীয় চর ও বিস্ফোরণের ষড়যন্ত্র করার অভিযোগে পাকিস্তানে জেলে বন্দী হন কুলভূষণ। গুপ্তচরবৃত্তির দায়ে ২০১৭ সালের ১০ এপ্রিল পাক সামরিক আদালত মৃত্যুদণ্ড দিয়েছিল কুলভূষণকে। ইসলামাবাদের অভিযোগ, কুলভূষণ আদতে ভারতীয় গুপ্তচর। ইরান থেকে গোপনে পাকিস্তানে ঢুকেছিলেন। তাই ২০১৬-র ৩ মার্চ গ্রেফতার করা হয় তাঁকে। দিল্লির তরফে অবশ্য ওই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। ভারতীয় নৌবাহিনী থেকে অবসর নেওয়ার পর নিজের ব্যবসার প্রয়োজনে ইরানে গিয়েছিলেন কুলভূষণ।
Be the first to comment