গোটা দেশে যত অনুপ্রবেশকারী আছে, প্রত্যেককে চিহ্নিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বুধবার রাজ্যসভায় আজ NRC ইশুতে একথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যসভায় এদিন সমাজবাদী পার্টির সাংসদ জাভেদ আলি জানতে চান, অসমের মতো প্রতিটি রাজ্যেই কি NRC চালু হবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে নির্বাচনী ইস্তেহারের ভিত্তিতে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে, সেই ইস্তেহারের একটা গুরুত্বপূর্ণ বিষয় হল NRC। দেশের প্রতিটি ইঞ্চিতে যত অনুপ্রবেশকারী আছে, তাদের সবাইকে চিহ্নিত করা হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি অমিত শাহ আরও জানান, সামান্য দেরি হলেও কোনওরকম ভুল ত্রুটি ছাড়াই NRC প্রয়োগ করা হবে। সরকার সতর্ক রয়েছে। NRC-র জেরে কোনও অনুপ্রবেশকারী ছাড় পাবে না।
Be the first to comment