লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেলো এনআইএ সংশোধনী বিল। এবার রাষ্ট্রপতির অনুমোদন পেলেই দেশের বাইরেও ভারতীয়দের উপর হামলার তদন্তের অধিকার পাবে জাতীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, ৮ জুলাই লোকসভায় সংশোধনী বিলটি পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারের তরফে বলা হয়, মানবপাচার, জালনোট পাচার, অস্ত্র তৈরি ও বিক্রি ও সাইবার সন্ত্রাস রুখতে এনআইএর হাত শক্ত করার উদ্দেশ্যে সংশোধনী বিল আনা হয়েছে। এই ধরনের অপরাধের বিচারের জন্য বিশেষ আদালত গঠন করা হবে।
পাশাপাশি, নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে বিদেশে তদন্ত চালানোর অনুমতিও NIAকে দেওয়া লক্ষ্য। তবে সেক্ষেত্রে আন্তর্জাতিক চুক্তি ও সংশ্লিষ্ট দেশের আইন বিবেচিত হবে। যদিও বিলটি নিয়ে বিরোধীদের বিরোধিতার মুখে পড়ে সরকার। তাদের দাবি, এই বিলের অপব্যবহার করা হবে। রাষ্ট্রের যদি মনে হয় কেউ সরকারের বিরোধিতা করছে, তাকেও সন্ত্রাসবাদী ঘোষণা করে দেওয়া হবে।
তবে বিরোধীদের এই দাবি উড়িয়ে দিয়ে অমিত শাহ বলেন, অপরাধীর ধর্মের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই বরং সন্ত্রাসবাদকে মুছে দেওয়াই একমাত্র লক্ষ্য এই বিলের। শেষপর্যন্ত ৮ জুলাই লোকসভায় বিলটি পাশ হয়ে যায়। এরপর বুধবার রাজ্যসভায় ধ্বনিভোটে নির্বিঘ্নেই পাশ হয় সংশোধনী বিলটি।
Be the first to comment