“সত্য ও ন্যায়ের জয় হয়েছে”; টুইট করে জানালেন নরেন্দ্র মোদী

Spread the love

চরবৃত্তির অভিযোগে কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিলো পাকিস্তানের সামরিক আদালত। তারপরই ভারতের বিদেশমন্ত্রক বিষয়টি নিয়ে তৎপর হয় এবং আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ)-এ অভিযোগ জানায়। অবশেষে বুধবার পাকিস্তানকে মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিবেচনা করার নির্দেশ দেয় আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ)। রায়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানান, সত্য ও ন্যায়ের জয় হয়েছে।

পাকিস্তানের দাবি, গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৬ সালে বালুচিস্তান থেকে গ্রেপ্তার করা হয় ৪৯ বছর বয়সি কুলভূষণ যাদবকে। যদিও পাকিস্তানের সেই দাবি উড়িয়ে দিয়ে ভারত জানায়, ইরানে কুলভূষণের ব্যবসা রয়েছে। সেখান থেকে তাঁকে অপহরণ করা হয়েছে। কিন্তু, সেই আর্জি খারিজ করে দেয় পাকিস্তান। ২০১৭ সালের এপ্রিল মাসে কুলভূষণকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত। এরপর মে মাসে পাকিস্তানের সামরিক আদালতের রায়ের বিরুদ্ধে ICJ-তে যায় ভারত। ভারতের বক্তব্য, কূটনৈতিক রক্ষাকবচ না দিয়ে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে পাকিস্তান।

গতকাল অর্থাৎ বুধবার ভারতের সেই দাবিকে মান্যতা দেয় ICJ । পাকিস্তানকে মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি, ভারতীয় কূটনীতিকদের কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়ারও নির্দেশ দিয়েছে।

এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেন, আমরা ICJ-র রায়কে স্বাগত জানাচ্ছি। অত্যন্ত খুঁটিয়ে তথ্য বিচারের উপর ভিত্তি করে এই রায়ের জন্য ICJ-কে অভিনন্দন। আমি নিশ্চিত কুলভূষণ যাদব ন্যায় পাবেন। আমাদের সরকার সবসময় প্রত্যেক ভারতীয়র সুরক্ষা ও কল্যাণের জন্য কাজ করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*