ছবি- (এএনআই)
আস্থা প্রস্তাব উত্থাপন করলেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারাস্বামী। আস্থা ভোটে কর্নাটকের বিক্ষুব্ধ বিধায়ক সহ ১৯ জন গরহাজির রয়েছেন। পাশাপাশি, বিএসপি বিধায়ক এন মহেশ জানান, তিনি ভোটাভুটিতে অংশগ্রহণ করবেন না। কর্নাটকের জনতা দল সেকুলার ও কংগ্রেস জোট সরকারের ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ। সকাল ১১টা থেকে শুরু হয়েছে আস্থাভোটের প্রক্রিয়া।
কুমারাস্বামী বলেন, আমি জোট সরকার চালাতে পারবো নাকি পারবো না এনিয়ে প্রশ্ন ওঠায় শুধুমাত্র আসিনি। ঘটনাপ্রবাহ দেখাচ্ছে কয়েকজন বিধায়ক স্পিকারের ভূমিকাকেও বিপদের মুখে ফেলেছেন। সুপ্রিম কোর্ট নিজের রায়ে কী বলেছে তা নিয়ে আলোচনা করতে চাই না। পাশাপাশি, এদিন স্পিকারের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
অনুপস্থিত বিধায়করা হলেন – এস টি সোমাশেখবর, রমেশ জারকিহোলি, রোশন বেগ, বাইরাথি বাসবারাজ, মুনিরত্না, শ্রীমান্থ পাটিল, আনন্দ সিং, বি নগেন্দ্র, আর শংকর, কে গোপালাইয়া, নারায়ণা গৌড়া, এম টি বি বাসবারাজ, বি সি পাটিল, এইচ বিশ্বনাথ, মহেশ কুমথাহালি, প্রতাপ গৌড়া পাটিল, ডঃ সুধাকর, শিভারাম হেব্বার ও এন মহেশ । এদিকে কর্নাটকের জনতা দল সেকুলার ও কংগ্রেস জোট সরকারের ভাগ্য নির্ধারণকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে। বিধান সৌধ চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে, আজ সকাল থেকেই নিখোঁজ দুই কংগ্রেস বিধায়ক।
শুরুটা হয়েছিলো জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে। একে একে ইস্তফা দিয়েছিলেন কর্ণাটকের ১৬ জন বিধায়ক। যার জেরে খাদের কিনারায় দাঁড়িয়ে কর্ণাটকের কংগ্রেস-জেডিএস জোট সরকার। কিন্তু স্পিকার কেআর রমেশ কুমার কারও ইস্তফাই গ্রহণ না করায়, জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই মামলায় বুধবার গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চের মতে, বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফা নিয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকারই ৷ তবে সিদ্ধান্ত নেওয়ার জন্য থাকছে না কোনও সময়সীমা ৷ আস্থাভোটে যেতে কোনওভাবেই জোর করা যাবে না বিক্ষুব্ধ বিধায়কদের ৷
২২৫ আসনের কর্ণাটক বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৩ ৷ স্পিকার সহ কংগ্রেস-জেডিএস জোটের বিধায়ক সংখ্যা ১১৮ ৷ ২ নির্দলের সমর্থন নিয়ে বিজেপির বিধায়ক সংখ্যা ১০৭ ৷ সুপ্রিম কোর্টের নির্দেশে আস্থা ভোটে হাজির থাকতে বাধ্য নন শাসক জোটের ১৬ বিধায়ক ৷ সেক্ষেত্রে বিধানসভার ম্যাজিক ফিগার দাঁড়াবে ১০৫ ৷ ইতিমধ্যে শাসক জোট থেকে সমর্থন প্রত্যাহার করেছেন ২ নির্দল বিধায়ক ৷ সেক্ষেত্রে স্পিকার-সহ কংগ্রেস-জেডিএস জোটের সংখ্যা কমে দাঁড়াবে ১০০ ৷ আস্থা ভোটে অঙ্কের বিচারে সহজেই ক্ষমতা দখল করতে পারবে বিজেপি ৷
Be the first to comment