রাতভোর জিজ্ঞাসাবাদ দুই অভিযুক্ত কে। আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের। আজ সকাল থেকেও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যে সকালেই যাদবপুর থানায় পৌঁছে গিয়েছেন বিভাগীয় ডিসি সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। আজ আলিপুর আদালতে তোলা হবে দুই অভিযুক্ত অভিষেক রায় ও মহম্মদ মফিসউদ্দিনকে। তাদের বিরুদ্ধে প্রিভেনশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেস্নেস (পকসো) আইনের ৪ ও ৬ নাম্বার ধারায় অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে দুই অভিযুক্তের। আজ আলিপুর আদালতে অভিযুক্তদের পক্ষে আইনজীবী হিসেবে কেউ দাঁড়াবেনা বলে সিদ্ধান্ত নিয়েছে আলিপুর বার অ্যাসোসিয়েশন। অভিযুক্তদের আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
আদালতে অভিযুক্তদের ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের। নির্যাতিতার ১৬৪ এর আবেদন বিচারকের কাছে।
Be the first to comment