প্রযুক্তিগত ক্রটির কারণে ১৫ জুলাই ভোরে থমকে যায় চন্দ্রযান ২-এর উৎক্ষেপণ। তবে সমস্যা কাটিয়ে ফের চাঁদের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তৈরি চন্দ্রায়ন ৷ শেষ মুহূর্তে স্থগিত হয়ে যাওয়া চন্দ্রযানের অভিযানের নয়া দিন ঘোষণা করল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ৷ আগামী সোমবার অর্থাৎ ২২ জুলাই দুপুর ২.৪৩ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে চন্দ্রযান ২ ৷ ট্যুইট করে অভিযানের চুড়ান্ত দিন ও সময় জানালো ইসরো ৷
উল্লেখ্য, ১৫ জুলাই রাত ২টো ৫১ মিনিটে উৎক্ষেপণের কথা ছিল চন্দ্রযান ২-এর । কিন্তু, উৎক্ষেপণের ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে GSLV MK-3 তে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। সেই কারণে উৎক্ষেপণ স্থগিত করে দেওয়া হয়। যদিও কোথায় ত্রুটি সে বিষয়ে কিছু বলেনি ইসরো। তবে সূত্রের খবর, রকেটের ফুয়েল কন্ডাক্টরে কোনও সমস্যা হয়েছিল।
এরপর আজ টুইটারে ইসরো জানায় “এক বিলিয়ন (মানুষের) স্বপ্ন নিয়ে চাঁদে পাড়ি দিতে তৈরি চন্দ্রযান ২ । আগের থেকে নতুন যানটি আরও বেশি শক্তিশালী।
Be the first to comment