আইন অনুযায়ী কুলভূষণ যাদব নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে পাকিস্তান। বৃহস্পতিবার একথাই জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাশাপাশি কুলভূষণ যাদবকে মুক্তি দিতে নির্দেশ না দেওয়ায় আন্তর্জাতিক ন্যায় আদালতের প্রশংসা করেন তিনি। টুইটে তিনি লেখেন, কমান্ডার কুলভূষণ যাদবকে বেকসুর খালাস, মুক্তি ও ফেরত দিতে নির্দেশ না দেওয়ায় ICJ-র সিদ্ধান্তের প্রশংসা করছি। কুলভূষণ পাকিস্তানের জনগণের বিরুদ্ধে অপরাধ করেছেন। আইন অনুযায়ী পাকিস্তান তাঁকে নিয়ে পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, বুধবার কুলভূষণ মামলায় আন্তর্জাতিক ন্যায় আদালতে (ICJ) ঐতিহাসিক জয় পায় ভারত। ICJ জানিয়ে দেয়, কুলভূষণ যাদবকে এখনই ফাঁসি দিতে পারবে না ইসলামাবাদ। পাকিস্তানের সামরিক আদালতের রায় পুনর্বিবেচনা করার জন্য ইমরান খান প্রশাসনকে নির্দেশ দেয় আদালত। প্রসঙ্গত, গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগে ২০১৬ সালে কুলভূষণকে গ্রেপ্তার করেছিল পাকিস্তানের প্রশাসন। এরপর ২০১৭-এর এপ্রিলে তাঁকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত। যদিও প্রথম থেকেই কুলভূষণকে নিরপরাধ বলে দাবি করে আসছিল দিল্লি। তাদের দাবি ছিল, নৌবাহিনীর এই প্রাক্তন অফিসার ব্যবসায়িক কাজে গিয়েছিলেন ইরানে। সেখান থেকে অপহৃত হন কুলভূষণ। যদিও ভারতের বিদেশমন্ত্রকের কোনও যুক্তিই মানতে চায়নি ইসলামাবাদ।
Be the first to comment