বিনা কারণেই বিমানবন্দরে আটকে রাখা হয়েছে; ভিডিও লাইভে জানালেন ডেরেক ও’ব্রায়েন

Spread the love

জমি বিবাদের জেরে উত্তরপ্রদেশের সোনভদ্রে শ্যুটআউটে মারা গিয়েছেন ১০ জন গ্রামবাসী। আহতদের মধ্যে অনেকেই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।আজ হাসপাতালে যাচ্ছিলেন তৃণমূল সংসদীয় দলের প্রতিনিধিরা। কিন্তু তাঁদের বারাণসী বিমানবন্দরেই আটকে রাখা হয়েছে বিমানবন্দরে৷ এমনটা জানিয়ছেন ডেরেক ও’ব্রায়েন।

বিমানবন্দর থেকে ডেরেক ও’ব্রায়েন টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ বলেন, “আমরা সবেমাত্র বারাণসী বিমানবন্দরে নামলাম ৷ এখানে SP ও ADM রয়েছেন ৷ তাঁরা জানান, আমাদের আটক করা হয়েছে ৷ কী ধারায় আমাদের আটক করা হয়েছে তা জানতে চাই ৷ আমরা তিনজন রয়েছি তাহলে ১৪৪ ধারা কীভাবে প্রযোজ্য হবে? আমাদের লক্ষ্য হল, BHU ট্রমা সেন্টারে গিয়ে জখমদের সঙ্গে দেখা করা ৷ আমরা সোনভদ্রে যেতে চাই ৷ “

তিনি ফেসবুক লাইভে এসে একথা নিজে মুখে জানান…

https://www.facebook.com/218904931482352/posts/2445473992158757/?app=fbl

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*