পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন জগদীপ ধনকর

Spread the love

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হতে চলেছেন জগদীপ ধনকর ৷ চলতি মাসেই রাজ্যপাল হিসেবে কেশরীনাথ ত্রিপাঠির মেয়াদ শেষ হচ্ছে ৷ আর শনিবারই জগদীপ ধনকরের নাম ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার ৷

তাঁর রাজনৈতিক জীবন শুরু জনতা দলে। পরবর্তীকালে তিনি বিজেপিতে যোগ দেন। পেশাগত জীবনে তাঁর পরিচয় অবশ্য অন্য। তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। ১৯৫১ সালে ১৮ মে রাজস্থানের ঝুঞ্জুনু জেলার চিরাওয়া তহশীলে জন্মগ্রহণ করেন তিনি। নবম লোকসভা অর্থাৎ ১৯৮৯-১৯৯১ সালে তিনি রাজস্থানের ঝুঞ্ঝুনু থেকে তিনি লোকসভার সদস্য ছিলেন। রাজস্থান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি।

তবে এদিন শুধু পশ্চিমবঙ্গ নয় রাষ্ট্রপতি ভবন থেকে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যের রাজ্যপাল পরিবর্তনের কথা জানানো হয়েছে ৷ মোট ৬টি রাজ্য নতুন রাজ্যপাল পেতে চলেছেন ৷ গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল হতে চলেছেন উত্তরপ্রদেশের রাজ্যপাল ৷ আনন্দীবেন প্যাটেল মধ্যপ্রদেশের রাজ্যপাল ছিলেন ৷

শনিবার রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ এক বিবৃতিতে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ত্রিপুরা ও নাগাল্যান্ডে নতুন রাজ্যপাল নিয়োগ করা হচ্ছে ৷ পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপালের নাম জগদীপ ধনকর ৷ ত্রিপুরার রাজ্যপাল ছিলেন তথাগত রায় ৷ পরিবর্তন করে রমেশ বইসকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ লালজি ট্যান্ডন ছিলেন বিহারের রাজ্যপাল ৷ তাঁকে মধ্যপ্রদেশের রাজ্যপালে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ বিহারের রাজ্যপাল হলেন ফাগু চৌহান এবং নাগাল্যান্ডের রাজ্যপাল হলেন আর এন রবি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*