বিজেপির আমলে সারা ভারতবর্ষে ২ কোটি চাকরি নষ্ট হয়ে গেছে। যারা চাকরি করতো তারা এখন আর করে না। আর আমাদের এখানে কানপুর, চেন্নাই থেকে সবাই চলে আসছে। বলছে আমরা বাংলায় কাজ করব। বাংলায় কাজ করব। রবিবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এমনই মন্তব্য করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, দেওচা পাঁচামি কয়লাখনিতে ১ লাখ লোকের কর্মসংস্থান হবে। বীরভূম, বাঁকুড়া, বর্ধমানের লোকেরা কাজ পাবে। বাংলায় কুলপী সাগর হচ্ছে, তাজপুর সাগর হচ্ছে, সিলিকন ভ্যালি হবে। IT-এর ছেলেরাও কাজ পাবে।
মমতা আরও বলেন, টেকনিশিয়ান স্টুডিয়োর কী অবস্থা ছিল? সিনেমা শিল্পে কাজ করা টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী প্রকল্পে আনা হয়েছে। তারা চিকিৎসায় সুযোগ সুবিধা পাবে। সব করা হয়েছে। আগামীদিনে আমার পক্ষে যতটা করা সম্ভব ততটাই করবো। তৃণমূল সুপ্রিমো বলেন, আজ উত্তর কুমারের স্মরণে রাজ্যে অনুষ্ঠান করা হয়। অন্য বিশিষ্টদের স্মরণে অনুষ্ঠান হয়। রাজ্যে সঙ্গীত সম্মেলন হয়। এটা মাথায় রাখতে হবে।
Be the first to comment