মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা স্বাধীন হলেও আজ ভারত পরাধীন হতে চলেছে। ভারতে এমন এক শক্তি যে শক্তি সাম্রাজ্যবাদকে সামনে আনতে, যে শক্তি ভারতকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে; রবিবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
এদিন বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে ফিরহাদ হাকিম বলেন, এখানে অনেক আছেন যারা জয় শ্রীরাম, হিন্দুত্ববাদের প্রচার করেন। কিন্তু আসলে এগুলো সবই তাদের মুখোশ। তাদের আসল উদ্দেশ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করে সারা ভারতকে ঋণে জর্জরিত করে, সারা ভারতকে বিক্রি করে দেওয়া।
ববি হাকিম আরও জানান, আজকে এই লড়াই হিন্দু, মুসলমানদের লড়াই নয়। এই লড়াই ভারত বাঁচানোর লড়াই। পাশাপাশি যুবসমাজের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের এই যুব সম্প্রদায় তাদের হাতে অস্ত্র, তাদের কাঁধেই সব দায়িত্ব। আপনাদেরই কাজ এগিয়ে এসে ভারত ও বাংলাকে বাঁচানো। যুব সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়ে ফিরহাদ বলেন, আজকে আচ্ছে দিন আর ভাই আসবে না তার কারন ভারতের অর্থনীতি শেষ হয়ে গেছে। আচ্ছে দিনের আর কোনও উপায় নেই। তবে ববি হাকিম বলেন বাংলাকে কখনও দমানো যাবে না। শত রক্তচক্ষু উপেক্ষা করেও বাংলা যে প্রতিবাদ করতে জানে।
Be the first to comment