আর কিছুক্ষণের মধ্যেই চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-২

Spread the love

আর মাত্র কয়েক ঘণ্টা ৷ তারপরই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চাঁদে পাড়ি দিতে চলেছে ভারতের চন্দ্রযান-২ ৷ চন্দ্রযান-২ উৎ‌ক্ষেপণ সফল হলে ভারতই হবে বিশ্বে চতুর্থ দেশ, যে চাঁদের মাটিতে কোনও রোভার নামাবে ৷ ৬৪৪ টনের ৪৪ মিটার লম্বা ‘বাহুবলী’ রকেটটির ‘লিক’ মেরামতও হয়ে গেছে। টুইটারে এমনই বার্তা দিয়েছেন বিজ্ঞানীরা ৷ তাই এবার আরও বেশি আত্মপ্রত্যয়ী তাঁরা ৷ সোমবার দুপুর ২.৪৩ মিনিটে GSLV মার্ক থ্রি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে রওনা হবে চন্দ্রযান-২ ৷

ইসরো জানিয়েছে, আজই দুপুরে রওনা হয়ে পৃথিবীর চারপাশে পাক খেতে খেতে ক্রমশ দূরত্ব বাড়াবে চন্দ্রযান। পাঁচবার রকেটটি পাক খাওয়ার পরে ২৩ দিনের মাথায় অর্থাৎ আগামী ১৪ অগাস্ট পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কক্ষপথে পাড়ি জমাবে চন্দ্রযান-২ ৷

আগামী ২২ সেপ্টেম্বর চাঁদের কক্ষপথে ঢুকবে ১৫ তলা বাড়ির সমান রকেটটি। ৬ সেপ্টেম্বর চাঁদে অবতরণ করবে বিক্রম নামে চন্দ্রযানের ল্যান্ডার অংশটি। হিসাব অনুযায়ী, রওনা দেওয়ার ৫৪ দিন পরে চাঁদে পৌঁছানোর কথা চন্দ্রযানটির।

ইসরোর চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন, চন্দ্রযান-২ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সবচেয়ে জটিল অভিযানগুলির মধ্যে অন্যতম ৷ তবে অ্যামেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার চন্দ্রাভিযানের চেয়ে ভারতের চন্দ্রাভিযানের খরচ ২০ গুণ কম ৷ এর আগে ভারতের দ্বিতীয় চন্দ্রযানের রওনা হওয়ার কথা ছিল ১৫ জুলাই রাত ২.৫১ মিনিটে। কিন্তু উৎক্ষেপণের প্রায় এক ঘণ্টা আগে অত্যন্ত শক্তিশালী ও সর্বাধুনিক GSLV-মার্ক-3 রকেটের লিকুইড প্রপেল্যান্ট চেম্বারে তরল জ্বালানি ভরার সময় তা ‘লিক’ করতে শুরু করে। পরমুহূর্তেই অভিযান সাময়িক ভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ইসরো ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*