প্রয়াত হলেন প্রবাদপ্রতিম প্রযোজক অশোক সুরানা

Spread the love

বাংলা টেলিজগতের অন্যতম প্রধান স্বপ্নদ্রষ্টা, আকাশ ৮ চ্যানেলের প্রতিষ্ঠাতা অশোক সুরানার জীবনাবসান হলো রবিবার, ২১ জুলাই। একটি অপারেশনের জন্য ভর্তি ছিলেন মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে। আকাশ ৮ সংস্থার প্রতিনিধি সূত্রের খবর, অপারেশন সফল হলেও সম্ভবত তার পরের ধকলটি নিতে পারেননি প্রযোজক।

তবে জানা গিয়েছে, সার্জারি ঠিকঠাক হয়েছিল দেখে ওঁর ছেলে কলকাতা ফিরে এসেছিল। হঠাৎ জানা যায় যে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়েছে। তখনই তাঁকে ভেন্টিলেশনে নেওয়া হয়। তার কিছু পরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত অশোক সুরানাকে বলা হয় বাংলা টেলিভিশনের মেগাসিরিয়ালের জনক। নয়ের দশকে প্রথম মেগাসিরিয়াল ‘জননী’-র সম্প্রচার হয় আকাশ বাংলা চ্যানেলে। ওই চ্যানেলের শেয়ারহোল্ডার ছিলেন প্রয়াত প্রযোজক। এর পরে ২০০১ সালে তিনি প্রতিষ্ঠা করেন তাঁর প্রযোজনা সংস্থা ‘চ্যানেল এইট’। বহু ধারাবাহিক ও ছবি প্রযোজনা করেছে এই সংস্থা।

সোমবার প্রযোজক অশোক সুরানার শেষকৃত্য সম্পন্ন হবে নিমতলা শ্মশানঘাটে। আজ সকাল ৯টা নাগাদ প্রথম তাঁকে নিয়ে যাওয়া হয় ১২৬, শরৎ বোস রোড-এর ঠিকানায়, যেখান থেকে প্রথম কাজ শুরু করেছিলেন তিনি। তার পরে তাঁকে নিয়ে যাওয়া হইয় আনন্দপুরের কাছে আকাশ ৮-এর অফিসে। আকাশ ৮-এর অফিস থেকেই শেষকৃত্যের জন্য রওনা হবেন তাঁর পরিবারের সদস্যরা, এমনটাই জানা গিয়েছে ঘনিষ্ঠ সূত্রে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*