চাঁদের উদ্দেশে পাড়ি দিলো ভারতের দ্বিতীয় চন্দ্রযান। শ্রীহরিকোটা থেকে সোমবার দুপুর ২ টো ৪৩ মিনিটে উৎক্ষেপন হতে চলেছে GSLV মার্ক থ্রি রকেট। এই প্রজেক্টের ডেপুটি ডিরেক্টরের চন্দ্রকান্ত কুমার হুগলির গুড়াপের খাজুরদহের বাসিন্দা।
তাঁর সাফল্যে উচ্ছ্বসিত পরিবার, গোটাগ্রাম। চন্দ্রযান ২-এর জন্য বিশেষ অ্যান্টেনা তৈরি করেছেন চন্দ্রকান্ত কুমার। চন্দ্রকান্তের বাড়িতে সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে। টিভিতেই ছেলের মিশন দেখবেন মা-বাবা। চন্দ্রকান্তের বাবা মধুসূদন কুমার কৃষিকাজ করেন। দুপুরের আগেই বাড়িতে ফিরে এসেছেন তিনি।
দেখুন সরাসরি!