ট্রাম্পের দাবী সত্যি হলে নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছেন নরেন্দ্র মোদী ; ট্যুইট রাহুলের

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি যদি সত্যি হয় তাহলে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ট্যুইট করে এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ ট্যুইটারে তিনি লেখেন, ‘ট্রাম্পকে যদি কাশ্মীর সমস্যার মধ্যস্থতা করতে বলে থাকেন মোদি, তা হলে তিনি দেশের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন৷ তিনি বলেন , ‘প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, তাঁকে কাশ্মীর সমস্যায় মধ্যস্থতা করতে বলেছেন প্রধানমন্ত্রী মোদি৷ যদি এটা সত্যি হয়, তা হলে দেশের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন প্রধানমন্ত্রী৷ একই সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন ১৯৭২ সালের শিমলা চুক্তির সঙ্গেও৷’

প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তিন দিনের আমেরিকা সফরের প্রথম দিনেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হয় ৷ সোমবার সেই বৈঠকে কাশ্মীর সমস্যা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহী বলে জানান ট্রাম্প ৷ তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই এ বিষয় তাঁকে কয়েক সপ্তাহ আগে মধ্যস্থতার জন্য অনুরোধ জানিয়েছেন ৷ যদিও ট্রাম্পের এই দাবি উড়িয়ে দিয়েছে বিদেশমন্ত্রক ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*