হুগলির গোঘাট থানার নকুণ্ডা পঞ্চায়েত এলাকায় এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করা হলো। অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম লালচাঁদ বাগ। বয়স ৩০ বছর। এই ঘটনায় ৬ জন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ ৷
উল্লেখ্য, সোমবার গতরাতে বাড়ি ফিরছিলেন লালচাঁদ ৷ অভিযোগ, সেইসময় স্থানীয় বিজেপি কর্মীরা তাঁকে রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে একটি গোয়ালঘরে ঢুকিয়ে মারধর করে ৷ এরপর তারা তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায় ৷ কিছুক্ষণ পর তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এক তৃণমূল কর্মী । তিনিই তাঁর বাড়িতে খবর দেন । এরপর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে উদ্ধার করে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ লালচাঁদ ও তার তিন ভাই ২১ জুলাই তৃণমূলের শহিদ সভায় গিয়েছিলেন। অভিযোগ, সেকারণেই এভাবে খুন হতে হল তাঁকে ৷
মৃতের স্ত্রী রিনা বাগ বলেন, আমার স্বামী কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শহিদ সভায় যোগ দিতে গেছিল ৷ এরপর থেকেই ওকে হুমকি দিতে শুরু করে স্থানীয় বিজেপি কর্মীরা ৷ গতরাতে ওরা আমার স্বামীকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে ৷ ওরা সবাই আগে সিপিআই (এম) করতো এখন বিজেপি করে।
Be the first to comment