ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)
আমি বেতন নিই না ৷ আমার বই, ছবি আঁকা বাবদ যে টাকা আসে, সেইটুকু নিই শুধু ৷ মঙ্গলবার প্রেস ক্লাবের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা প্রেস ক্লাবকে ব্যক্তিগত ১ লাখ ১ টাকা অনুদান দেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, আমি সরকারের বেতনও নিই না ৷ কোনওরকম পেনশন নিই না ৷ আমার সংসার চলে যায় ৷ একা লোক, বই বিক্রি করি ৷ বই বিক্রি করে যে রয়্যালটি পাই তাতে চলে যায় ৷ দরকার হলে লোকজনকে ধার দিতে পারি ৷ গানের সিডি বিক্রি হয়, সেখান থেকে কিছু পাই ৷ তাই ব্যক্তিগতভাবে এই টাকা দিলাম ৷ এটা আমার পার্টির টাকা নয় ৷
মমতা আরও বলেন, এখনও অনেক সাংবাদিক বন্ধু আছে যাদের থাকার জায়গা পর্যন্ত নেই ৷ আমি রাজারহাটে দশ কাঠা জমি আপনাদের দিতে চাই ৷ জায়গাটা দেখে নিতে পারেন ৷ তারপর কী করবেন দেখে নেবেন ৷ আমি আপনাদের পরিবারের সদস্য ৷ একইসঙ্গে এদিনের অনুষ্ঠান মঞ্চে মোবাইল ব্যবহার নিয়েও নিজের আসক্তির কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, রাতে আমার ঠিক মতো ঘুম হয় না ৷ দু’ঘণ্টা অন্তর অন্তরই মোবাইল ঘাঁটি ৷ আগে কাজ করার পর রাতে অন্তত বিশ্রাম করত লোকজন ৷ এখন আর বিশ্রাম নেই ৷ ওই যে একটি ফোন আছে না মোবাইল ৷ মোবাইলের যুগে জীবনটাও মোবাইল হয়ে গেছে ৷ সারাক্ষণ মেসেজ আসছে, টুং টাং দুম দাম ৷ নয় কাউকে এসএমএসের উত্তর দিতে হচ্ছে, নয় কোথাও ঝামেলা হচ্ছে, না হলে এই কাজ, ওই কাজ করে দাও ৷ সারাক্ষণই এসব চলছে ৷ আমার তো হাজরায় মার খাওয়ার পর রাতের ঘুমটাই চলে গেছে ৷ খুব কম ঘুম হয় ৷ আর আমার এত বদঅভ্যাস যে, সবসময় দেখি কোথাও কিছু ঘটল না কি ৷ দু’ঘণ্টা পর পর ফোন দেখি ৷ রাত দুটোতেও দেখি এবং আবার ভোর চারটেতেও দেখি ৷
এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
দেখুন ভিডিও!
Be the first to comment