গ্রেট ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতা হিসাবে নির্বাচিত হলেন সেই দেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। দলের নেতা নির্বাচিত হওয়ায় থেরেসা মের জায়গায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি। ব্রিটেনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরমি হান্টকে বিপুল ব্যবধানে পেছনে ফেলে নেতা নির্বাচিত হন জনসন। গত সাত সপ্তাহ ধরে নির্বাচন প্রক্রিয়া শেষে কনজারভেটিভ দলের ১ লাখ ৬০ হাজার সদস্য বরিস জনসনকে তাঁদের নেতা হিসেবে বেছে নিলেন।
ব্রেক্সিট কার্যকর করার বিষয়ে একটি চুক্তি করলেও তাতে সম্মতি দেয়নি দেশটির পার্লামেন্ট। ব্রেক্সিট নিয়ে চলমান এই অস্থিরতার মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে ৭ জুন পদত্যাগের ঘোষণা করেন। রাজনৈতিক অচলাবস্থায় নিজের দলের মধ্যে গ্রহণযোগ্যতা না থাকায় তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন। এদিকে জনসন প্রতিশ্রুতি দেন, তিনি নেতা নির্বাচিত হলে আগামী অক্টোবরের মধ্যে যে কোনও মূল্যে ব্রেক্সিট কার্যকর করবেন। বর্তমান সরকারের মেয়াদ ২০২২ সাল পর্যন্ত।
Be the first to comment