১৪ মাসে কর্ণাটকে পতন হয়েছে কুমারস্বামী সরকারের। আস্থা ভোটে জোটের ঝুলিতে গিয়েছে ৯৯টি ভোট ও বিজেপি পেয়েছে ১০৫টি ভোট। যদিও এই ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি ও আরএসএস, মঙ্গলবার এমনই অভিযোগ এনেছে কর্ণাটক কংগ্রেস। এই ঘটনাকে ‘গণতন্ত্রের সাময়িক পরাজয়’ বলে আখ্যা দিয়েছে কংগ্রেস।
কর্ণাটকে জোট সরকারের এমন পতনের নেপথ্যে রয়েছে সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী বিজেপি। কংগ্রেসের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। একইভাবে বিজেপির দিকে আঙুল তুলেছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সিদ্দারামাইয়ার মতে কেবলমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য গোটা রাজ্যের রাজনৈতিক স্থিতিশীলতাকে ব্যাহত করছে বিজেপি।
Be the first to comment