দেশে বেড়ে চলেছে অসহিষ্ণুতা; প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন বিশিষ্টরা, সমর্থন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

দেশে ক্রমশ বেড়ে চলেছে অসহিষ্ণুতা ৷ আর সেই পরিবেশ থেকে মুক্তি পেতেই প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন দেশের বিশিষ্টজনেরা ৷ ৪৯ জন শিল্পী চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে ৷

অসহিষ্ণুতা হল মধ্যযুগীয় বর্বরতা৷ চিঠিতে এমনই উল্লেখ করেছেন তাঁরা ৷ বিভিন্ন জায়গায় জয় শ্রীরাম বলার জন্য বাধ্য করা হচ্ছে এবং না বলা হলেই তাদের মারধর করা হচ্ছে ৷ দেশের বিভিন্ন রাজ্যে এমন ঘটনার সাক্ষী থাকছেন সাধারণ মানুষ ৷ এর পাশাপাশি দেশের দলিত ও সংখ্যালঘুদের উপর হামলা ক্রমশ চিন্তা বাড়িয়েছে বিশিষ্টদের ৷ এতে উদ্বিগ্ন শিল্পীমহল ৷ এরজন্য অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা ৷

চিঠি দিলেন অপর্ণা সেন, শ্যাম বেনেগালরা ৷ আর চিঠিতে সই করেছেন আদুর গোপালকৃষ্ণন,মণিরত্নম, সৌমিত্র চট্টোপাধ্যায়, শুভা মুদগলের মতো বিশিষ্টরা ৷ সই করেছেন বিনায়ক সেন, রুপম ইসলাম, কৌশিক সেনও ৷

তবে এদিন বিশিষ্টদের পাশেই দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিশিষ্টদের সঙ্গে তিনি একমত বলে জানান। মমতা বলেন, আমি ওঁদের সঙ্গে একেবারে একমত। ওঁদের আমি সম্মান করি। প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া তাঁদের অধিকার। যখনই দেশের প্রয়োজন হয়েছে, চেতনার প্রয়োজন হয়েছে, বিশিষ্টরা এগিয়ে এসেছেন। তাঁদের অনুপ্রেরণা আমাদের প্রাণবন্ত করে। একটা ভাষণে যা কাজ হয় তার থেকে একটা গানে বেশি কাজ হয়। আমি কোনও ধর্মের, কোনও স্লোগানের বিরুদ্ধে নয়। সবাইকে সম্মান করি। ধর্ম যার যার উৎসব সবার। সবাই সবাইকে ভালোবাসুক এটাই চাই। আমি পাঞ্জাবি, গুজরাটি, বিহারি সবাইকে রেসপেক্ট করি। ছোট থেকে এটাই শিখেছি। উই আর ফর অল। উই মাস্ট লাভ ইচ আদার। সারে জাহা সে আচ্ছা।  


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*