বাংলায় সুনিশ্চিত হতে চলেছে মিত্তলের বিনিয়োগ, নববর্ষে বাংলার জন্য নতুন উপহার

Spread the love

ইস্পাত ম্যাগনেট লক্ষ্মী নিবাস মিত্তল এলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। শুধু এলেন বললে ভুল হবে, রাজ্যে বিনিয়োগের এক বিরাট সম্ভাবনা তৈরী হলো। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী নিবাস মিত্তলের বাড়িতে তাঁর আমন্ত্রণে গিয়েছিলেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও হয়। আসন্ন জানুয়ারী মাসে হতে চলা বেঙ্গল গ্লোবাল বিসনেস সামিটে মিত্তলকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

তিনি যে জানুয়ারিতেআসবেন তা কথাই ছিল। আর লক্ষ্মী মিত্তল আসা মানেই বিনিয়োগের পথ প্রশস্ত হওয়া। কিন্তু শনিবারের অতিরিক্ত প্রাপ্তি হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সস্ত্রীক উপস্থিত হলেন মিত্তল। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বললেন রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে। শুধু শিক্ষা আর স্বাস্থ্যই নয় যে শিল্পে তিনি বিখ্যাত অর্থাৎ ইস্পাত শিল্পে বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল করে গেলেন মিত্তল।

শনিবার জননেত্রীর জন্য বিশেষ উপহার নিয়ে যান লক্ষ্মী মিত্তল ও তাঁর স্ত্রী ঊষা মিত্তল। মমতা ব্যানার্জিও বিশ্ব বাংলার ব্যাগে তাঁদের উপহারসামগ্রী দেন। অতএব শনিবারে লক্ষ্মীর হাত ধরে নতুন বছরে বিশেষ লক্ষ্মীলাভের আশায় রাজ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*