বন্যার জেরে এখনও উদ্বেগজনক পরিস্থিতি অসমে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮। লাগাতার বৃষ্টির জেরে রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ১৯টি জেলার প্রায় ২৮.০১ লাখ মানুষ বন্যা কবলিত। যদিও বন্যার জল নেমে গেছে বিশ্বনাথ ও কারবি অ্যাঙ্গলং জেলায় ৷ অন্যদিকে নতুন করে প্লাবিত হয়েছে লখিমপুর ও বক্সা ৷ মোরিগাঁও ও গোলাঘাট জেলায় সোমবার ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ৷
প্রশাসনিক সূত্রে খবর, বন্যায় ২৫২৩ টি গ্রাম এবং ১.২৭ লাখ হেক্টর চাষের জমি এখনও জলের তলায়। উদ্ধারকার্যে নেমেছে NDRF ও SDRF ৷ মোট ১.০৪ লাখ মানুষ এখন ৭৮২টি ত্রাণ শিবিরে রয়েছে ৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে ৷ রাজ্যের বেশ কয়েকটি জেলায় ব্রহ্মপুত্র বিপদসীমার উপর দিয়ে বইছে ৷ ইতিমধ্যেই বন্যার জল চাষের জমিতে ঢুকে যাওয়া ফসলের ক্ষতি হয়েছে ৷ যার জেরে দাম বেড়েছে সব্জির ৷ যদিও রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে দাম বৃদ্ধির উপর কঠোর নজরদারি রাখার ৷
Be the first to comment