আরবান নক্সালদের নিয়ে আমাদের কোনও সহানুভূতি নেইঃ অমিত শাহ

Spread the love

আরবান নক্সালদের নিয়ে কেন্দ্রের কোনও সহানুভূতি নেই ৷ সন্ত্রাস রুখতে সন্ত্রাস-বিরোধী সংশোধনী বিল (UAPA Bill)-এর পক্ষে সওয়াল করে বুধবার লোকসভায় একথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি বলেন, ভারত থেকে সন্ত্রাস নির্মূল করতেই এই বিল। শাহ বলেন, আদর্শের নামে কিছু মানুষ আরবান মাওবাদকে প্রচার করছেন ৷ আরবান নক্সালদের নিয়ে আমাদের কোনও সহানুভূতি নেই ৷ আমরা এর তীব্র বিরোধী ৷ এই বিলে যে সংশোধনীগুলি আমরা এনেছি, তাতে আমাদের নিরাপত্তা এজেন্সিগুলিকে আইনগত ভাবে আরও শক্তিশালী করবে।

পাশাপাশি বিলের সংশোধনীর পক্ষে সওয়াল করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, কোনও একজন ব্যক্তিকে জঙ্গি ঘোষণা করার বিধান থাকা উচিত বলেই মনে করে কেন্দ্র ৷ বিশ্বের বিভিন্ন দেশেই এই সংস্থান রয়েছে ৷ ভারতেরও থাকবে ৷

শুনুন এদিন কী বললেন অমিত শাহ?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*