১৩ বছর বয়সে আমি যৌন হেনস্থার শিকার হয়েছিলামঃ ডেরেক ও’ব্রায়েন

Spread the love

ভিডিও সৌজন্যে- (রাজ্যসভা টিভি)

ছোটোবেলায় অনেককেই যৌন হেনস্থার শিকার হতে হয়। কিন্তু চক্ষুলজ্জার ভয়ে বা বোঝার বয়স না হওয়ায় মুখ খোলে না অনেকেই ৷ ফলে সামনে আসে না সেই ঘটনাগুলি ৷ বুধবার তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও’ব্রায়েন বলেন, ১৩ বছর বয়সে আমি যৌন হেনস্থার শিকার হয়েছিলাম ৷ প্রসঙ্গত, POCSO আইনকে আরও জোরদার করতে উদ্যোগী হয়েছে নরেন্দ্র মোদী সরকার ৷ সেই আইনে মৃত্যুদণ্ড অন্তর্ভুক্ত করতে সংশোধনী বিল পেশ করা হয় ৷ সংশোধনীকে সমর্থন জানান ডেরেক ও’ব্রায়েন ৷ সেই বিল নিয়ে আলোচনার সময় রাজ্যসভার সদস্য জানান, বাড়িতেই কীভাবে শিশুদের যৌন হেনস্থার শিকার হতে হয় ৷ কিন্তু, এনিয়ে অনেকে মুখ খোলে না বরং মুখ বুজে সব সহ্য করে ৷

এদিন ডেরেক বলেন, একটা বিষয় পরিষ্কার, হেনস্থার ঘটনা বাড়ি থেকেই শুরু হয়। মানুষকে এই বিষয়ে কথা বলতে হবে ৷ কথাবার্তা শুরু করতে হবে, বিশেষত জনসমক্ষে। যত মানুষ জনসমক্ষে হেনস্থার বিষয়ে কথা বলবে, শিশুদের পক্ষে মুখ খোলা তত সহজ হবে ৷ এরপর ডেরেক জানান, কীভাবে ছোটোবেলাতে তিনি নিজেও যৌন হেনস্থার শিকার হয়েছিলেন ৷ বলেন, এটাই আমি বলতে চাই ৷ আমার পরিবার জানে, আমি মনে করি ভারতের জানা দরকার ৷ আমি ১৩ বছর বয়সে কলকাতার বাসে যৌন হেনস্থার শিকার হয়েছিলাম ৷ টেনিস অনুশীলনের পর শর্ট প্যান্ট ও টি-শার্ট পরে একটা ভিড় বাসে উঠেছিলাম ৷ সেসময় যৌন হেনস্থার শিকার হয়েছিলাম আমি ৷ তবে আমি এই বিষয়ে মুখ খুলিনি। এই মঞ্চ ব্যবহার করে মানুষের কাছে পৌঁছানো উচিত আমাদের ৷ আমরা এই বিষয়ে যত কথা বলব, তত শিশুদের রক্ষা করা যাবে ৷ তিনি বলেন, বিষয়টি শাস্তির জন্য নয়, বন্ধ করার জন্য।

তবে এদিন এই ঘটনা সামনে নিয়ে আসার জন্য ডেরেকের প্রশংসা করেন কেন্দ্রীয় শিশু ও নারীকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, বিষয়টি হল, ৪৬ বছর বয়সে একজন সাংসদ জানালেন তিনি ১৩ বছরে কী ঘটনার সম্মুখীন হয়েছিলেন। এটাই প্রমাণ দেয়, যৌন হেনস্থা শিশুদের মনে কীভাবে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে ৷

শুনুন ডেরেক ও’ব্রায়েনের বক্তব্য!

শুনুন স্মৃতি ইরানির বক্তব্য-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*