অনুপম সিংহ হত্যা মামলায় দোষী সাব্যস্ত মনুয়া ও তার প্রেমিক অজিত, শুক্রবার সাজা ঘোষণা

Spread the love

মনুয়াকাণ্ডে রায় ঘোষণা করল আদালত। অনুপম সিংহ হত্যা মামলায় দোষী সাব্যস্ত করা হল মনুয়া মজুমদার ও তার প্রেমিক অজিতকে। শুক্রবার বারাসত আদালতে সাজা ঘোষণা করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকেই বারাসত আদালতে ভিড় জমিয়েছিলেন অনেকে। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়ে এলাকায় পোস্টারও দেওয়া হয়। আদালতের রায় প্রসঙ্গে অনুপমের মা বলেন, সর্বোচ্চ শাস্তি চাই। অনুপমের বাবাও বলেন, ওদের মৃত্যুদণ্ড চাই।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২ মে উত্তর ২৪ পরগনার হৃদয়পুরে ভ্রমণ সংস্থার কর্মী অনুপম সিংহকে খুন করা হয়। পরের দিন নিজের বাড়ি থেকেই দেহ উদ্ধার হয় অনুপমের। প্রথমে খুনের কারণ নিয়ে ধন্দে পড়ে পুলিশ। পরে ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পান তদন্তকারীরা। অনুপমের স্ত্রী মনুয়াই খুনে জড়িত বলে জানতে পারে পুলিশ। এরপরই মনুয়ার কললিস্ট দেখে আরও চাঞ্চল্যকর তথ্য হাতে পায় পুলিশ। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই প্রেমিককে দিয়ে স্বামীকে খুন করেছে মনুয়া মজুমদার। এমন তথ্যই হাতে পায় পুলিশ। ঘটনার ১৩ দিনের মাথায় মনুয়ার প্রেমিক অজিতকে গ্রেফতার করে পুলিশ।

অনুপম হত্যাকাণ্ডে ৩১ জনের সাক্ষ্যপ্রমাণ নেওয়া হয়েছে। ১৮৬ দিনের মাথায় এ ঘটনায় চার্জশিট পেশ করা হয়। মনুয়া ও তার প্রেমিক অজিতকে কড়া শাস্তির দাবি জানিয়েছে অনুপমের পরিবার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*