২০২০ সালের মধ্যে ২০ লক্ষ গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা

Spread the love

২০২০ সালের মধ্যে ২০ লক্ষ গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে মারুতি সুজুকি। আজ কলকাতার এজেসি বোস রোডে মারুতি সুজকি অ্যারেনার উদ্বোধন করে এ কথা জানিয়েছেন মারুতি সুজুকির সিনিয়ার মার্কেটিং ও সেলস-এর এগজিকিউটিভ ডিরেক্টর আর এস কলসিক। পূর্ব ভারতের গেটওয়ে কলকাতাকে কেন্দ্র করে গাড়ি বিক্রির ব্যবসা আরও বাড়াতে চাইছে সংস্থাটি। ২০২০-র মধ্যে ১৫টি মডেলের গাড়ি বাজারে আনছে মারুতি সুজুকি। এর মধ্যে ৮টি মডেল ইতিমধ্যেই এসে গিয়েছে। সংস্থার মার্কেটিং অ্যান্ড সেলস-এর এগজিকিউটিভ ডিরেক্টর টি হাসিমতো জানান, পূর্ব ভারতের মানুষ শহরে এসে গাড়ি কেনার প্রবণতা বেশি। সে কারণে এই অ্যারেনা-র তিন রকমের শোরুম খোলা হচ্ছে। কলকাতায় এটি অ্যারেনার প্রথম শোরুম। গাড়ি কেনার সামগ্রিক পদ্ধতি মসৃণভাবে হবে এই ধরনের শোরুমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*