বঙ্গোপসাগরে নিম্নচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা; সমুদ্রে নিষেধাজ্ঞা

Spread the love

শনিবার সকাল থেকে আকাশ মেঘলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের৷ আলিপুর আবহাওয়া দপ্তর আগেই বার্তা দিয়েছে যে বৃষ্টি হবে নিম্নচাপের কারণে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়৷

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে ভারী বৃষ্টি হবে রাজ্যের অন্যান্য জেলায়৷ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাঁকুড়া, দুই বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায়৷ হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার জেরে বৃষ্টি হবে৷ তাই রবিবার পর্যন্ত মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*