মাসানুর রহমান,
প্রতি বছরের মত এবছরেও ঐতিহাসিক নানুর দিবসে আজ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে তৃণমূল কংগ্রেস।
২০০০ সালের ২৭শে জুলাই বীরভূম জেলার নানুরের বীরভূমের সুচপূরের নানুরে চার বিঘা জমিতে চাষের অধিকার নিয়ে সিপিআইএম কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের গন্ডগোল হয়। ১১ জন তৃণমূল সমর্থক খেতমজুর খুন হয় এই ঘটনায়। এই সংঘাত সাম্প্রতিক কালের এক অন্যতম রাজনৈতিক সংঘাত হিসেবে পরিচিত। ওই গণহত্যার পরে নানুরের বাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় শহীদ বেদি তৈরী করে ‘শহীদ দিবস’ পালনের আয়োজন করেন তখনকার বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, ২০১০ সালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে এই মৃতদের খুনের বিচার করাতে দিতে উদ্যোগী হন। এই গণহত্যার জন্য অপরাধী হিসেবে ৪৪জন দোষী সাব্যস্ত হয় এবং যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হয়। সুতরাং এই প্রথম বাংলায় কোনও গণহত্যায় এতজন দোষী সাব্যস্ত হয়।
Be the first to comment