ফের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। আগামী দু’দিনও ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। প্রবল বৃষ্টি ও কম দৃশ্যমানতার কারণে বিমান চলাচলও বিঘ্নিত হয়েছে বলে খবর ৷ প্রতিটি বিমান অন্তত আধঘণ্টা দেরিতে টেক অফ করছে বলে জানা গেছে।
বৃষ্টির জেরে জল জমেছে রেলওয়ে ট্র্যাকেও। এর জেরে দেরিতে চলছে একাধিক ট্রেন। ট্র্যাকে জল জমায় ১১ ঘণ্টা ধরে আটকে রয়েছে মহালক্ষ্মী এক্সপ্রেস। ট্রেনে আটকে থাকা প্রায় ৭০০ যাত্রীদের উদ্ধার করে NDRF, নৌবাহিনী ও বায়ুসেনা।
এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবারও মুম্বইয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে অপেক্ষাকৃত নিচু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সেইসঙ্গে পুরোনো বহুতলের দেওয়াল ধসে পড়ার আশঙ্কাও করা হচ্ছে। এর মাঝেই মহারাষ্ট্রের পালঘরে জারি করা হয়েছে লাল সতর্কতা।
চলতি মাসের শুরুতেই প্রবল বৃষ্টির জেরে মুম্বইয়ে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের ৷ তারপর পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলেও মঙ্গলবার রাত থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে সেখানে।