প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুদিনি জয়পাল রেড্ডি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। জানা গিয়েছে, বেশকিছুদিন ধরেই তিনি ভুগছিলেন নিউমোনিয়ায়। চিকিৎসা চলাকালীন রবিবার ভোরে হায়দ্রাবাদের এশিয়ান গ্যাস্ট্রোএনট্রোলজি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে পেট্রলিয়াম, নগরোন্নয়ন ও তথ্য-প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলাছেন তিনি।
১৯৪২ সালের ১৬ জানুয়ারি বর্তমান তেলাঙ্গানার মেহবুবনগরে জন্ম জয়পাল রেড্ডির। ১৮ মাস বয়স থেকে তিনি পোলিওতে আক্রান্ত ছিলেন। কংগ্রেসের অন্যতম প্রভাবশালী এই নেতা হ্যদ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর হন। পরে যোগ দেন রাজনীতিতে। কংগ্রেসের হাত ধরে রাজনৈতিক জীবন শুরু করলেও ১৯৭৭ সালে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার বিরোধিতা করে দল থেকে বেরিয়ে আসেন। যোগ দেন জনতা পার্টিতে। ২১ বছর পর আবার ফেরেন কংগ্রেসে। পাঁচবারের লোকসভার সাংসদ ও দু’বারের রাজ্যসভার সাংসদ জয়পাল রেড্ডি আই কে গুজরাল ও মনমোহন সিংয়ের ক্যবিনেটে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন।
এদিন তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment