‘মন কি বাত’ অনুষ্ঠানে ফের জল বাঁচানোর উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জল সংরক্ষণের পাশাপাশি তিনি জোর দিলেন গ্রামাঞ্চলে উন্নয়নের উপরও। তিনি বলেন, কাশ্মীরের সোপিয়ান, পুলওয়ামা, কুলগাম সহ একাধিক প্রত্যন্ত এলাকায় উন্নয়নের স্বার্থে আধিকারিকরা গেছেন। তা থেকেই বোঝা যায় বন্দুক ও বোমার থেকে উন্নয়ন বেশি শক্তিশালী। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে কাশ্মীরি ভাই-বোনেরা প্রমাণ করলেন যে তাঁরা সুষ্ঠ প্রশাসন চান।
পাশাপাশি এদিন জল সংরক্ষণের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির কথাও বলেন প্রধানমন্ত্রী। জল সংরক্ষণের বিষয়ে দেশের মানুষের মধ্যে সংবেদনশীলতা বাড়ছে একথা জানিয়ে তিনি বলেন, জল সংরক্ষণের জন্য সকলের প্রচেষ্টা নজর কাড়ছে। জল সংরক্ষণ এবং কৃষকদের সাথে কাজ করার ক্ষেত্রে হরিয়ানা দুর্দান্ত কিছু কাজ করছে। জল সংরক্ষণের ক্ষেত্রে মেঘালয় ও ঝাড়খণ্ড সরকারের পদক্ষেপের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, এই বিষয়ে সরকারের পাশাপাশি NGO-র প্রচারও জরুরি।
এছাড়াও, ২২ তারিখ চন্দ্রযান-২-এর সফল উৎক্ষেপণে তিনি গর্বিত বলে জানান প্রধানমন্ত্রী। নমো বলেন, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি চন্দ্রযান-২ ভারতীয় বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের ফল। যান্ত্রিক ত্রুটির ফলে প্রথমদিন উৎক্ষেপণ সম্ভব না হলেও, তাতে মনোবল হারাননি বিজ্ঞানীরা। দ্বিতীয়বার আরও নিপুণভাবে কাজটি করেন তাঁরা। বিজ্ঞানীদের এই হার না মানা মনোভাব থেকে তিনিও শিক্ষা নিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী।
কী বললেন প্রধানমন্ত্রী?
শুনুন!
Be the first to comment