নাটক অব্যাহত কর্নাটকে ৷ রবিবার ১৪ জন বিক্ষুব্ধ বিধায়কের সদস্যপদ খারিজ করলেন স্পিকার কে আর রমেশ কুমার ৷ ফলে সোমবার আস্থাভোটের আগে সুবিধাজনক অবস্থায় থাকলো বিজেপি ৷ জানা গিয়েছে বিধায়কদের মধ্যে ১১ জন কংগ্রেসের ৷ আর তিনজন JD (S)-র ৷ এদিন স্পিকার বলেন, ১৪ জন বিধায়কের সদস্যপদ বাতিল করা হয়েছে ৷ সোমবারই বিধানসভায় নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা ৷ তাঁর আগেই ১৪ বিধায়কের পদ খারিজের ঘোষণা করলেন স্পিকার ৷
স্পিকারের আজকের সিদ্ধান্তের ফলে ২২৫ আসনের কর্নাটক বিধানসভার আসন সংখ্যা কমে দাঁড়াল ২০৮ ৷ ফলে সরকার গড়ার ক্ষেত্রে প্রয়োজন ১০৫ বিধায়কের সমর্থন ৷ যা বিজেপির কাছে আছে ৷ ফলে রমেশ কুমারের আজকের সিদ্ধান্ত বিজেপির সরকার গড়ার পথকে আরও মসৃণ করল বলে মত রাজনৈতিক মহলের ৷ উল্লেখ্য, ২৫ জুলাই তিন বিধায়কের সদস্যপদ খারিজ করেছিলেন স্পিকার ৷ এই নিয়ে মোট ১৭ জন বিধায়ককে বহিষ্কার করা হল ৷
Be the first to comment