কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেপ্তারির উপর স্থগিতাদেশের মেয়াদ আরও ২ সপ্তাহ বাড়ালো কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি মধুমতী মিত্র এই মেয়াদ বাড়িয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী এখন থেকে সপ্তাহে দুদিন নিজের আইনজীবীর সঙ্গে কথা বলতে রাজীব কুমার যেতে পারবেন। তবে যাওয়ার ২৪ ঘণ্টা আগে আইনজীবীর মাধ্যমেই তাঁকে সিবিআইকে জানাতে হবে।
প্রসঙ্গত, সারদা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তাঁকে যে নোটিস দিয়েছিল, তার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মে মাসে হাইকোর্টে মামলা করেন রাজীব কুমার। কয়েকবার শুনানির পর হাইকোর্টের তরফে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়, ২৯ জুলাই পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না। আজ বিচারপতি মিত্রর এজলাসে সেই মামলার ফের শুনানি ছিল। তবে রাজীব কুমার ও সিবিআই সংক্রান্ত মামলার শুনানি এখনও শেষ হয়নি। সেই জন্যই আরও সময়সীমা বাড়ালেন বিচারপতি মধুমতী মিত্র ৷
Be the first to comment