“দিদিকে বলো”, চালু হলো টোল ফ্রি নম্বর

Spread the love

সোমবার নজরুল মঞ্চে দলের জন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জনপ্রতিনিধিদের এই বৈঠক থেকে দেওয়া হলো বিশেষ নির্দেশিকা ৷ চালু হলো টোল ফ্রি নম্বর ৷ সেই নম্বরে ফোন করে জনপ্রতিনিধিরা জানাতে পারেন কোনও অভিযোগ বা সমস্যার কথা ৷ সেই টোল ফ্রি নম্বর জনপ্রতিনিধিদের জানাতে এদিন নজরুল মঞ্চের চারিদিকে হোর্ডিং লাগানো হয়। ৯১৩৭০৯১৩৭০ এখন দিদিকে পাওয়ার নম্বর। বাংলার মানুষের অভিযোগ সরাসরি শুনতে http://www.didikebolo.com সাইট চালু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগামী ১০০ দিনে ১০ হাজার গ্রাম পরিদর্শন করবেন তৃণমূলের বিধায়করা ৷ প্রয়োজন হলে গ্রামেই তাঁরা রাত কাটাবেন ৷ এলাকার অভাব, অভিযোগ শুনবেন ৷ মমতা বলেন, ‘মা-মাটি-মানুষ’-এর কথা ভাবতে হবে। সেইসঙ্গে মমতার নির্দেশ, প্রয়োজন হলে বুথ কর্মীদের বাড়িতে নৈশভোজ সারতে হবে।

এদিনের বৈঠক থেকে মমতা হোলটাইমারের প্রসঙ্গও তুলে ধরেন। বলেন, আমার অত টাকা নেই। হোলটাইমার রাখতে পারব না। বিজেপি বড় দল। ওরা এসব রাখতে পারে।
এদিকে সংগঠনে জোর দিতে গ্রামে গ্রামে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করলো তৃণমূল ৷ গ্রামের মানুষের অভাব ও বিভিন্ন অভিযোগের কথা শুনবেন এই পর্যবেক্ষকরা ৷ সেই কথা তাঁরা পৌঁছে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷ মমতা বলেন, ১০০ দিনে ১০ হাজার গ্রাম পরিদর্শন করবেন দলের প্রতিনিধি দল ৷ গ্রামেই রাত কাটাবেন তাঁরা ৷ বুথস্তরে কর্মীদের সঙ্গে কথা হবে ৷ অভিযোগ জানাতে আমায় ফোন করুন ৷

আজ নজরুল মঞ্চের বৈঠকের সম্পূর্ণ দেখাশোনার দায়িত্ব তুলে দেওয়া হয় ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের হাতে ৷ তাঁর সংস্থার কর্মীরা বিশেষ ইউনিফর্ম পরে নজরুল মঞ্চের ভিতরে উপস্থিত ছিলেন ৷

দেখুন ছবি!

দেখুন ভিডিও!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*