সংসদে অশালীন মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন সমাজবাদী পার্টির সাংসদ আজম খান ৷ তিনি বলেন, যদি স্পিকারের মনে হয় আমার আচরণে কোনও ভুল ছিল তাহলে আমি ক্ষমা চাইছি ৷ অন্যদিকে যার উদ্দেশে আজম খান ওই মন্তব্য করেন সেই রমা দেবী জানান, মন্তব্যটি ভারতের সকল নারী ও পুরুষ উভয়কেই আঘাত করেছে ৷ তিনি আরও বলেন এটি একটি খারাপ অভ্যাস। যা উনি বুঝতে পারবেন না ৷ আমি এখানে এই ধরণের মন্তব্য শুনতে আসিনি ৷
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার তিন তালাক বিল নিয়ে লোকসভায় আলোচনা চলাকালীন সমাজবাদী পার্টির সাংসদ আজম খান রমা দেবীর উদ্দেশে অশালীন মন্তব্য করেন। আজম খানের বিরুদ্ধে সরব হন নির্মলা সীতারমন, স্মৃতি ইরানি সহ মহিলা সাংসদরা। যদিও আজম খান জানান তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ তবে সোমবার ক্ষমাপ্রার্থনা করে তিনি বলেন; বোন, আমি রাজনীতির সঙ্গে বহুদিন ধরে যুক্ত ৷ আমার পক্ষ্যে সম্ভব নয় কোনও খারাপ কথা বলা ৷ যদি আমার মন্তব্যে একটিও লোকসভা বিরোধী শব্দ থাকে তাহলে আমি সংসদ থেকে পদত্যাগ করব ৷
এই প্রসঙ্গে বিজেপি নেত্রী সুষমা স্বরাজ বলেন, আজম খান শালীনতার সমস্ত সীমা অতিক্রম করেছেন এবং তিনি মানসিক বিকৃতিতে ভুগছেন। রমা দেবী বলেন, আজম খান যদি একই দিনে নিজের অশালীন বক্তব্যের জন্য ক্ষমা চাইতেন, তবে আমি তাঁকে ক্ষমা করে দিতাম। এমনকি বৃহস্পতিবার এই মন্তব্য করার পরও ক্ষমা না চেয়ে তিনি চলে যান। তিনি আরও বলেন আমি স্পিকারকে বলব যে আজম খান শুধু আমায় নয় সঙ্গে সারা দেশের নারী জাতীকে অপমান করেছেন ৷ স্পিকার ওম বিড়লাকে আরও বলব যাতে ওনাকে এমন শাস্তি দেওয়া হয় যাতে পরবর্তী প্রজন্ম মনে রাখবে ৷
দেখুন ভিডিও!
Be the first to comment