ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান আজিঙ্ক রাহানে ভুলে যেতে চাইবেন সদ্য চলা ভারত-শ্রীলঙ্কার টেস্ট সিরিজটিকে। ঘরের মাঠে হওয়া এই সিরিজের তিনটি ম্যাচে রাহানের ব্যাটে রানের খরা। স্বাভাবিক ভাবেই নির্বাচকদের মনে দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণায় প্রভাব ফেলতে পারে। শনিবার দিল্লীর ফিরোজ শাহ কোটলায় যেখানে অধিনায়ক বিরাট কোহলি, মুরলি বিজয় রানের বন্যা বইয়ে দিলেন, সেখানে তার ১ রানে আউট হওয়াটা ভীষণ ভাবে চোখে লাগছে। ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলেছেন, রাহানের শট বাছাইয়ে গন্ডগোল হচ্ছে।
গত আগস্ট মাসে কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩২ রান করার পর এই সিরিজে পর পর পাঁচটি ইনিংসে রান ১৭,৪,০,২ এবং ১। নাগপুরে দ্বিতীয় টেস্টে ৬১০/৬ (ডিঃ) যেখানে সকলে রান করেছে সেখানে তাঁর অবদান মাত্র ২।
অথচ বিদেশ সফরে রাহানে ধারাবাহিক রান করে এসেছে। ঘরের মাঠে তাঁর ব্যাটিং গড় ৩৪.৪৪ যেখানে বিদেশের মাঠে গড় হলো ৫৩.৪৪। বিদেশে রান করায় প্রথম চার জন ব্যাটসম্যান-এর মধ্যে রাহানেও আছেন। চেতেশ্বর পুজারা, মুরলি বিজয়, অধিনায়ক বিরাট কোহলির সাথে তিনিও ব্যাটিং লাইনের স্তম্ভ বিদেশ সফরে। সাউথ আফ্রিকা বা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মত কঠিন সিরিজেও রাহানে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন। কিন্তু ঘরের মাঠে তার দুর্বল ফর্ম সকলকে ভাবাচ্ছে। রোহিত শর্মা নাগপুর টেস্টে সফল হওয়ায় তার প্রথম একাদশে থাকা নিয়ে সংশয় দেখা দিলো (যেখানে পাঁচ বোলার নিয়ে খেলা হবে)।
Be the first to comment