উন্নাও ধর্ষণের ঘটনায় অভিযোগকারিণীর গাড়ি দুর্ঘটনা নিয়ে উত্তাল হল সংসদ। মঙ্গলবার এই প্রসঙ্গে সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিরোধীরা ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিও দাবি করা হয়েছে ৷ এদিন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী বলেন, উন্নাও-এর ওই ঘটনার জেরে দেশবাসী লজ্জিত। এই ঘটনা সমাজের কলঙ্ক। এক কিশোরীকে ধর্ষণ করা হলো। এরপর তার গাড়িতে একটি ট্রাক ধাক্কা দিল ৷ সাক্ষীর মৃত্যু হলো ৷ নির্যাতিতা ও তাঁর আইনজীবী গুরুতর অবস্থায় রয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি ৷ অধীরবাবু প্রশ্ন তোলেন, আমরা কেমন সমাজে বসবাস করি? এখানে এক নির্যাতিতার সঙ্গে এরকম একটি ঘটনা ঘটে?
প্রসঙ্গত, ২৮ জুলাই এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন উন্নাও ধর্ষণকাণ্ডের অভিযোগকারিণী ৷ এই দুর্ঘটনায় মৃত্যু হয় তার দুই আত্মীয়র । তাঁদের মধ্যে একজন এই মামলার অন্যতম সাক্ষী। সপরিবারে রায়বরেলি যাওয়ার পথে তাদের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক । ঘটনাস্থানেই দু’জনের মৃত্যু হয়। অভিযোগকারিণী ও তার আইনজীবীর চিকিৎসা চলছে লখনউয়ের একটি হাসপাতালে। কিশোরীর মা এই দুর্ঘটনাকে ষড়যন্ত্র বলে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
এর আগে এই দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও । তিনি বলেছিলেন, উত্তরপ্রদেশে কী ঘটছে সে সম্পর্কে কেন্দ্রীয় সরকারের কী ধারণা আছে? উন্নাওতে যা ঘটেছে, অভিযোগকারিণীর দুই আত্মীয় মারা গেছেন। সে নিজে মারাত্মক জখম। উচ্চপর্যায়ের তদন্ত হওয়া উচিত।
শুনুন এদিন কী বললেন অধীর চৌধুরী?
Be the first to comment