ভাতা বৃদ্ধি পেলো কলকাতা পৌরনিগমের সদস্যদের

Spread the love

দ্বিগুণ হলো কলকাতা পৌরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারপার্সন, মেয়র পারিষদ, বিরোধী দলনেতো ও কাউন্সিলরদের ভাতা ৷ মঙ্গলবার কলকাতা পৌর অধিবেশনের শেষে বর্ধিত ভাতার প্রস্তাব ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম ৷ পয়লা আগস্ট ২০১৯ থেকে নতুন ভাতা কার্যকর হবে ৷ এর আগে কলকাতা পৌরনিগমের মেয়রের ভাতা ছিল ৫৫০০ টাকা, দ্বিগুণ হওয়ায় এবার থেকে মেয়র পাবেন ১১ হাজার ৫০০ টাকা। ডেপুটি মেয়র ও চেয়ারপার্সন ভাতা পেতেন ৫,২৫০ টাকা। তা বেড়ে হল ১১ হাজার ২৫০ টাকা। মেয়র পারিষদ ও বিরোধী দলনেতার ভাতা ছিল ৪ হাজার ৭০০ টাকা, তারা পাবেন ১০ হাজার ৭০০ টাকা। কাউন্সিলরদের ভাতা ৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রী ও বিধায়কদের ভাতা বৃদ্ধি হয় ৷ ভাতা বেড়েছে জেলা পরিষদের সভাধিপতি, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির প্রধানসহ সদস্য ও গ্রাম পঞ্চায়েত সদস্যদেরও ৷ এবার সেই ভাতা বৃদ্ধির পথে হেঁটে পৌরনিগমের সর্বস্তরে ভাতা বৃদ্ধি করলো কলকাতা পৌরনিগম ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*