দেশজুড়ে ধর্মঘট চিকিৎসকদের, প্রভাব পড়লো বাংলাতেও

Spread the love

ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল, ২০১৯ (NMC Bill, ২০১৯)-এর প্রতিবাদে বুধবার দেশজুড়ে ধর্মঘট চিকিৎসকদের ৷ প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও ৷ ন্যাশনাল মেডিকেল কলেজ, নীলরতন সরকার হাসপাতালে এই ধর্মঘটের প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা গেছে ৷ যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোগী দেখতে শুরু করেছেন নীলরতনের চিকিৎসকরা ৷ NMC Bill-এর প্রতিবাদে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA) ও অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অরগানাইজেশন (AIDSO) বনধের ডাক দিয়েছিল।

তবে কলকাতার পাশাপাশি সাগর দত্ত মেডিকেল কলেজেও একই ছবি দেখা গেছে ৷ অন্যদিকে, NMC Bill-র প্রতিবাদে সরব হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রভাব পড়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালেও ৷ জরুরি বিভাগ খোলা থাকলেও সমস্ত বহির্বিভাগ বন্ধ রয়েছে ৷ ক্ষোভ প্রকাশ করছেন রোগীর পরিজনেরা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*