বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পাবে। তবে, উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৩ ডিগ্রি (স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি) ও সর্বনিম্ন ২৭.১ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি)।
তবে সপ্তাহশেষে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বঙ্গোপসাগর ও সংলগ্ন ওড়িশা উপকূলের ওপর একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এই নিম্নচাপের জেরে রবিবার থেকে বৃষ্টি হবে। সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী ৩ ও ৪ তারিখ অর্থাৎ শনি ও রবিবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হবে। তাই, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Be the first to comment