দিল্লিতে সরলো উন্নাও মামলা, ৭ দিনের মধ্যে তদন্ত শেষের নির্দেশ সুপ্রিম কোর্টের

Spread the love

উন্নাও গণধর্ষণের ঘটনায় কঠোর অবস্থান সুপ্রিম কোর্টের ৷ উন্নাও গণধর্ষণকাণ্ডের সঙ্গে যুক্ত চারটি মামলাই উত্তরপ্রদেশ থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। পাশাপাশি দুর্ঘটনার তদন্ত সাত দিনের মধ্যে শেষ করার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, বৃহস্পতিবারই সর্বোচ্চ আদালত ধর্ষণকাণ্ডের তদন্তের দায়িত্বে থাকা সিবিআই আধিকারিকদের বেলা ১২টার মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। তদন্তের অগ্রগতির বিষয়ে জানতেই আদালত তাঁদের ডেকে পাঠায়। তাছাড়া আদালতে উন্নাওকাণ্ডের নির্যাতিতার গাড়ি দুর্ঘটনার তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন করা হয় আধিকারিকদের। এর পরেই দুর্ঘটনার তদন্ত সাত দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

সিবিআইএর তরফে সলিসিটর জেনেরাল তুষার মেহতা আজ আদালতে মামলার শুনানি শুক্রবার পর্যন্ত পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন। তিনি আদালতকে জানান যে তদন্তকারী আধিকারিকরা সবাই দিল্লির বাইরে। তবে প্রধান বিচারপতি সেই আর্জি খারিজ করে দেন। প্রধান বিচারপতি নির্দেশ দেন, প্রয়োজনে সিবিআই প্রধান ফোন করে তদন্তকারীদের থেকে সব তথ্য জেনে নিয়ে আজকের মধ্যেই শীর্ষ আদালতকে জানাবেন।

এদিকে নির্যাতিতার পরিবার থেকে প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করা চিঠি পেয়েও কেন দ্রুত কোনও প্রয়োজনীয় পদক্ষেপ করা হল না? গতকাল এই প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷ একই সঙ্গে, শীর্ষ আদালতের রেজিস্ট্রির কাছে প্রশ্ন, কেন চিঠির বিষয়টি তাঁকে জানাতে এত বিলম্ব করা হয়?

প্রসঙ্গত, গতবছরের এপ্রিলে কুলদীপ সিং সেঙ্গারকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার করা হয়। নির্যাতিতার অভিযোগ, ২০১৭ সালে তাকে ধর্ষণ করে কুলদীপ। সেইসময় নির্যাতিতা অপ্রাপ্তবয়স্ক ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*