দিল্লিবাসীর জন্য সুখবর। বৃহস্পতিবার থেকে ২০০ ইউনিট বিদ্যুৎ খরচে বিনামূল্যে পরিষেবা পাবেন তাঁরা। এমনই ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি ২০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রেও ছাড় পেতে চলেছে দিল্লিবাসী। এক্ষেত্রে ৫০ শতাংশ ভর্তুকি দেবে সরকার।
এদিন এই ঘোষণাকে ঐতিহাসিক আখ্যা দিয়ে কেজরিওয়াল বলেন, দেশের সব থেকে সস্তা বিদ্যুৎ পরিষেবা এখন দিল্লিতে। সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন। তিনি প্রশ্ন তোলেন, ভিআইপি ও রাজনৈতিক ব্যক্তিত্বরা বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পেলে কেউ কোনও প্রশ্ন তোলে না। তা হলে সাধারণ মানুষ কেন বঞ্চিত হবে? আমি কি এই পদক্ষেপ করে কোনও ভুল করেছি?
কেজরিওয়াল দাবি করেন, এই ভর্তুকি দেওয়ার ফলে দিল্লির ৩৩ শতাংশ মানুষ বিনামূল্যে বিদ্যুৎ পাবে। শীতকালে যা বেড়ে ৭০ শতাংশ হবে বলে জানান তিনি। তাঁর আরও দাবি, গত পাঁচ বছরে দিল্লির বিদ্যুৎ মাশুল একবারও বাড়ানো হয়নি। দিনে ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা দেওয়া শহরগুলির মধ্যে দিল্লির বিদ্যুৎ মাশুল ন্যূনতম ।
Be the first to comment