ঘটনাটি ঘটেছে জব্বলপুরে। অনলাইন খাবার সংস্থা জ্যোমাটোতে খাবার ওর্ডার করেন এক ক্রেতা। কিছুক্ষণ পরে তিনি জানতে পারেন যিনি খাবারের ওর্ডারটি নিয়ে আসবেন তিনি অহিন্দু। তখন তিনি কতৃপক্ষকে খাবার অর্ডারটি ক্যানসেল করতে বলেন। তখন জ্যোমাটো কতৃপক্ষ জানতে চায় কেন তিনি অর্ডারটি ক্যানসেল করতে চান। ক্রেতা জানান ডেলিভারি দিতে আসা মানুষটি ভিন্ন জাতের হওয়ায় তিনি তার হাত থেকে খাবার গ্রহণ করতে পারবেন না।তখন জ্যোমাটো থেকে পাল্টা জানানো হয় এরকম কোন ধরনের বিচারে (জাত,পাত,ধর্ম ) আমরা বিশ্বাস করি না। তাই যদি আপনি অর্ডারটি ক্যানসেল করেন তাহলে আপনাকে নির্ধারিত নিয়ম মেনে চার্জ দিয়েই করতে হবে। পুনরায় ক্রেতা জানতে চায় জ্যোমাটো কি তার অর্ডারটি ক্যানসেল করবে?তিনি এও বলেন এরকমটা না হলে তিনি অ্যাপটি আনইন্সটল করতে বাধ্য হবো।
মধ্যপ্রদেশের জ্যোমাটো ডেলিভারি বয় কেন হিন্দু নন, তাই খাবার নিতে অস্বীকার করেছিলেন পণ্ডিত অমিত শুক্লা। অমিতের কাছে একটি নোটিশ পাঠালো মধ্যপ্রদেশ পুলিশ। সেই নোটিশে পরিষ্কার বলা আছে আগামী ৬ মাসে অমিত এমন কোনও মন্তব্য যদি করেন, যাতে কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে কোনও বাজে প্রভাব ফেলে, তাহলে তাঁকে সোজা জেলে পুরে দেওয়া হবে।
Be the first to comment