ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)
ইস্টবেঙ্গল সমর্থকদের কটূক্তি করেছিলেন দিন দুয়েক আগেই। সরাসরি জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে থেকে কীভাবে ইস্টবেঙ্গলকে সমর্থন? তারপরে রীতিমতো ঝড় উঠে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। লাল-হলুদ সমর্থকদের ক্ষোভের সামনে পড়েছিলেন তথাগত রায়। যদিও তাঁর মন্তব্য অপব্যাখ্যা হয়েছে বলে পরে দ্বিতীয় একটি ট্যুইট করেন প্রাক্তন বিজেপি নেতা তথা বর্তমানে মেঘালয়ের রাজ্যপাল। আর সেই মন্তব্যেরই এবার পাল্টা দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই একহাত নিলেন মেঘালয়ের রাজ্যপালকে। উগরে দিলেন একরাশ ক্ষোভ। জানালেন, আমার কানে কিছু ওয়েস্ট বেঙ্গল, ইস্টবেঙ্গল সম্পর্কিত মন্তব্য এসেছে। ওপার বাংলায় জন্মেছি বলে এপার বাংলার ক্লাবকে ভালবাসব না, এ আবার কেমন কথা! এরকম মন্তব্য শুনে আমি লজ্জিত বোধ করি।
এখানেই না থেমে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এটা ক্লাবের কাছে অপমান। ফুটবলের কোনও ভৌগোলিক সীমানা হয় না, কোনও গণ্ডি নেই। আজ ইস্টবেঙ্গলের শতবর্ষের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার এখানে আসার কথা ছিল না। একটা অন্য অনুষ্ঠানে ছিলাম। হঠাৎ সিদ্ধান্ত নিলাম। মনটা কেমন কেমন করছে। ডিজি আর সিপি-কে বললাম যাব। এরপরই তিনি সরাসরি বলেন, কেউ কেউ আমার কানে দিল, কেউ নাকি বলেছে পশ্চিমবাংলায় থেকে ইস্টবেঙ্গলকে সমর্থন কেন? আমি এর জন্য লজ্জিত। সমর্থকরা জীবন দেওয়ার জন্য তৈরি থাকে কিন্তু ক্লাবের অসম্মান সহ্য করে না।
এছাড়াও অনুষ্ঠান থেকে সরকারের তরফে যাতে ইস্টবেঙ্গল ক্লাবকে সম্মানিত করা হয় তার জন্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, আগামীকাল ডুরান্ড শুরু হচ্ছে। বাংলায় প্রথম হচ্ছে এই কাপ। আপনারা সবাই নিজে যাবেন। আপনাদের ক্লাবের অনুষ্ঠান একবছর ধরে হবে। আমার সরকার আপনাদেরই সরকার। কিছু করতে হলে আমাকে বলবেন। জয় হিন্দ, জয় বাংলা, জয় ইস্টবেঙ্গল।
শুনুন এদিন কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
Be the first to comment