বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন সংশোধনী বিল অর্থাৎ UA(P)A পাশ হলো রাজ্যসভায়। এবার রাষ্ট্রপতি সই করলেই তা পরিণত হবে আইনে ৷ আইন বলবৎ হলেই সন্দেহের বশে যে কোনও ব্যক্তিকে সন্ত্রাসবাদী তকমা দিয়ে গ্রেপ্তার করা যাবে। শুক্রবার রাজ্যসভায় ভোটাভুটি চলাকালীন বিলটিতে সংশোধনের পক্ষে ভোট দেন ১৪৭ সাংসদ। মাত্র ৪২ জন সাংসদ ভোট দেন বিপক্ষে।
এপ্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সন্ত্রাসের কোনও ধর্ম হয় না। সন্ত্রাসবাদীরা মানবতাবিরোধী। তাই তাদের বিরুদ্ধে কঠোর আইন আনায় তা সমর্থন জানানো উচিত প্রত্যেকেরই। তিনি আরও বলেন, সন্ত্রাস দমন আইনের অপব্যবহার রুখতেই এই সংশোধন আনা হচ্ছে। এই প্রস্তাবের বিরুদ্ধে কংগ্রেস অধিবেশন থেকে ওয়াক আউট করে।
কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন, এই বিলের বিরোধিতা করা মানে এই নয় যে বেআইনি কার্যকলাপকে কেউ সমর্থন করছে ৷ বিরোধীদের দাবি ছিল, পুনর্বিবেচনার জন্য বিলটি স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হোক ৷ সংশোধিত বিল অনুযায়ী শুধুমাত্র কোনও গোষ্ঠী বা প্রতিষ্ঠান নয়, কোনও ব্যক্তিকেও সন্ত্রাসবাদীর তকমা দিতে পারবে কেন্দ্র। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, কারোর অধিকার ক্ষুণ্ণ হবে না।
শুনুন এদিন কী বললেন অমিত শাহ?
Be the first to comment